Latest News
রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে একশ’ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

নলছিটিতে একশ’ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল হাওলাদার (৩২) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার জুরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল হাওলাদার পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।


পুলিশ জানায়, বোয়ালিয়া থেকে জুরকাঠি এলাকায় এসে ইয়াবা বিক্রি করার অভিযোগ রয়েছে সোহেলের বিরুদ্ধে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুরকাঠি এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। তাঁর দেহ তল্লাশী করে একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় থানায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।