Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে এরশাদের কুলখানী অনুষ্ঠিত

নলছিটিতে এরশাদের কুলখানী অনুষ্ঠিত

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবকে চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মিলনায়তনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদা ও পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে এরশাদকে নিয়ে স্মৃতিচারণ করেন সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ আকন, উপজেলা যুবসংহতির সহসভাপতি লিয়াকত হোসেন লিকু, পৌর যুবসংহতির সহসভাপতি মাহাবুব হোসেন, যুগ্মসম্পাদক তোফাজ্জেল হোসেন জোমাদ্দার ও মিজানুর রহমান লিটন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বাহাউদ্দীন।