Latest News
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে আবদুল মজিদ হাওলাদার (৮৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবার জানায়, নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের আবদুল মজিদ হাওলাদার ১০ দিন ধরে জ্বর বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বিকেলে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এতে তাঁর করোনা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে লাশ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …