Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে আবদুল মজিদ হাওলাদার (৮৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবার জানায়, নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের আবদুল মজিদ হাওলাদার ১০ দিন ধরে জ্বর বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বিকেলে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এতে তাঁর করোনা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে লাশ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …