Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনিল কুমার দাস মধু (৬৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে বেড না পেয়ে তাকে নলছিটিতে নিয়ে আসার পথে মৃত্যু হয়।
মধুর স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বুকে ব্যাথা, জ্বর ও সর্দি নিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রবিবার রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু সেখানে বেড না থাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত অক্সিজেন ছাড়াই রাখা হয় তাকে। রাতে তাকে নিয়ে নলছিটি শহরের পশু হাসপাতাল সড়কের বাসায় নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। অনিল কুমার দাস মধু নলছিটি শহরের একজন প্রবীন স্টুডিও ব্যবসায়ী। তিনি শ্রী গুরু সংঘের উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। হিন্দু ধর্মের নানা অনুষ্ঠানের আয়োজকও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে যেমন শোকের ছায়া বিরাজ করছে, তেমনি আইসিইউতে বেড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নলছিটির ব্যবসায়ী ও হিন্দুধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মধুর ভাইয়ের ছেলে পিন্টু দাস বলেন, সকালে স্বাস্থ্যবিধি মেনে নলছিটি পৌর শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …