স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে ডালিম হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
করোনা ওয়ার্ডের চিকিৎসকরা জানায়, জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন নলছিটি উপজেলার শ্রীরামপুর গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে ডালিম হাওলাদার। গত ১৮ আগস্ট দুপুরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …