স্টাফ রিপোর্টার :
রিকশা আছে, কিন্তু যাত্রী নেই। অটোরিকশাও বন্ধ হয়েছে ৯দিন আগে। ভাড়ায় মোটরসাকেইলেও যাত্রী পাওয়া যাচ্ছে না। দিনমজুরদেরও রোজগার বন্ধ। বিপাকে পড়েছেন নিন্ম আয়ের অসংখ্য মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের আক্ষেপের শেষ নেই। ঝালকাঠির নলছিটি উপজেলার চিত্র এমনটিই। এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে এম খান লিমিটেড। যানবাহনচালকসহ দরিদ্র ৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এম খান লিমিটেড। শুক্রবার সকাল ৯টায় স্থানীয় চায়না মাঠে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল তুলে দেন এম খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান। নলছিটির ক্রীড়াবিদ, পুলিশ ও র্যাবের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র এসব মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এম খান লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রাফছান খান রাফি, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার, শিক্ষক কালা চাঁদ দাস, ক্রীড়া ব্যক্তিত্ব প্রদ্যুত দত্ত ও প্রদীপ কুমার মালো।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …