Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে কাল বৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়েছে মাদ্রাসায়

নলছিটিতে কাল বৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়েছে মাদ্রাসায়

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ উপড়ে পড়েছে। আজ সোমবার সকাল ১১.৪০ মিনিটের সময় আলিম পরীক্ষা চলাকালে নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাসিজ মাদ্রাসা কেন্দ্রের একটি কক্ষের ওপর দুটি গাছ উপড়ে পড়ে। এতে কোন পরীক্ষার্থী আহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নলছিটির যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। তখন বিকট একটি শব্দ শুনতে পাই। আমারে পরীক্ষা কেন্দ্রের ভবনটি কেঁপে ওঠে। বাইরে গিয়ে দেখা যায় একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ ভবনের ওপর হেলে পড়েছে।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদে এভাবে অসংখ্য গাছ আছে ঝঁকিপূর্ণ। কয়েকটি গাছে প্রাণ নেই। এগুলো অপসারণ করা প্রয়োজন। যেকোন সময় এসব গাছ উপড়ে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে ঝড়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। অনেকের বসতঘরের চালা উড়ে গেছে ঝড়ো হাওয়ায়। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলা।