Latest News
বুধবার, ২ জুলাই ২০২৫ ।। ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে খাল থেকে বৃদ্ধর মৃতদেহ উদ্ধার

নলছিটিতে খাল থেকে বৃদ্ধর মৃতদেহ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে জালাল সিকদার (৬৫) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব মালুহার গ্রামের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জালাল সিকদার পার্শ্ববর্তী ভারানী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, স্থানীয়রা একটি লাশ পূর্ব মালুহার খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে খাল থেকে মরদেহটি উদ্ধার করে।
মৃত জালাল সিকদারের ছেলে বজলুল সিকদার জানায়, তাঁর বাবা কিছুটা মানসিক ভারসম্যহীন ছিলো। প্রায়ই গভীর রাতে তাঁর খালে গোসল করার অভ্যাস। গত রাতে ভারনী খালে গোসল করতে গিয়ে আর ফেরেনি। স্বজনরা রাত থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও কোন সন্ধান মেলেনি। স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে পূর্ব মালুহার খালে তাঁর ভাসমান মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করলে বজলুল সিকদার এসে বাবার মৃতদেহ সনাক্ত করেন।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, খাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।