Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে গভীর রাতে পিকনিকে সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নলছিটিতে গভীর রাতে পিকনিকে সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে পিকনিকের সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদ করায় আবদুল জলিল হাওলাদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মিরহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার বিকেল থেকে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক করছিল মিরহার গ্রামের কয়েকজন যুবক। গভীর রাতেও তারা সাউন্ডবক্স বাজালে স্থানীয় আবদুল জলিল হাওলাদার এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পিকনিকে অংশ নেওয়া প্রতিবেশী মুনিম খান বাপ্পি লাঠি দিয়ে আবদুল জলিলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে জিহাদ হাওলাদার অভিযোগ করেন, পিকনিকে বাজানো উচ্চ শব্দের সাউন্ডবক্সের কারণে রাতে কেউ ঘুমাতে পারছিল না। তাঁর বাবা সাউন্ডে অতিষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় পিকনিকে অংশ নেওয়া কয়েকজন যুবক তাদের বসতঘরের সামনের অংশ লাঠি দিয়ে পিটিয়ে ভাংচুর করে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।