Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে গাঁজাসহ যুবক আটক

নলছিটিতে গাঁজাসহ যুবক আটক

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কবির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার শেখরকাঠি এলাকার বালুরমাঠ থেকে বুধবার রাতে একশ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এএসআই মারুফ আহমেদ ও কুহিন আহমেদ শিপন শেখরকাঠি গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোহম্মদ কবির হোসেনকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম বলেন, আটক কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।