Latest News
রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে গাঁজা বিক্রির অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

নলছিটিতে গাঁজা বিক্রির অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে গাঁজা বিক্রির অভিযোগে মো. সুমন হোসেন খান (২৩) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সরই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আশ্রাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরই এলাকায় অভিযান চালায়। এসময় সুমন খানকে গ্রেপ্তার করে। তাঁর দেহ তল্লাশী করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সুমন খান সরই গ্রামে হাবিবুর রহমান খানের ছেলে। সে দীর্ঘদিন সরই ও বারইকরণ এলাকায় গাঁজা বিক্রি করতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়।