Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ছাদ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু, আহত দুই

নলছিটিতে ছাদ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু, আহত দুই

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে একটি পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধ্বসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর দুই শ্রমিক গুরতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রানাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস ছালাম জানান, ভেরনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিলামে বিক্রিত পুরাতন ভবনটির ছাদ ভাঙতে ছিল শ্রমিকরা। এসময় ধ্বসে পড়া ছাদের নিচে চাপা পড়ে রুবেল হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়। নিহত রুবেল হোসেন উপজেলার কামদাবপুর গ্রামের মো. মোতাহার খানের ছেলে। গুরুতর আহত লাভলু (২৮) ও মনির হোসেনকে (২৭) বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।