Latest News
শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ।। ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

নলছিটিতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় সিনথিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় নলছিটি-মোল্লারহাট সড়কের শের-ই-বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনথিয়া গোপালপুর গ্রামের শামীম খানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কবির হোসেন জোমাদ্দারের মালিকানাধীন উপজেলার গোদন্ডা গ্রামের ‘শুকতাঁরা ব্রিকস’ নামে একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে মোল্লারহাট যাচ্ছিল। বেপরোয়া গতিতে আসা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা এলাকায় বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়ানো শিশু সিনথিয়াকে ধাক্কায় দেয়। এতে শিশুটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক সাগর হাওলাদার পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ট্রলির ধাক্কায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফন করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …