Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

নলছিটিতে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ সময়ে মা ইলিশ না ধরায় ঝালকাঠির নলছিটি পৌরসভার জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে নলছিটি পৌরসভা মিলনায়তনে ১৪৫জন নিবন্ধিত জেলেকে এ চাল দেওয়া হয়। জনপ্রতি ২০ কেজি করে চাল জেলেদের হাতে তুলে দেন নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী। এসময় নলছিটির সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন ও পৌরসভার কাউন্সিলর ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী জানান, নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪৫ জন নিবন্ধিত জেলে রয়েছেন। সরকারের নিষেধাজ্ঞা মান্য করে তারা কেউ সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরছে না। এসব জেলেদের সরকারি সহায়তা হিসেবে বিশেষ ভিজিএফ’র চাল দেওয়া হয়েছে।