Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সামিরা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামিরা ওই গ্রামের সাইদুল ইসলাম চুন্নুর মেয়ে।
নিহত শিশুটির চাচা কামাল হোসেন জানান, রবিবার সকালে সে বাড়ির আঙিনায় খেলছিলো। অল্প বৃষ্টিতে মাটি কাদা হওয়ায় পা পিছলে পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে স্বজনরা খোঁজাখুজি করে। পরে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কতর্ব্যরত চিকিসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিসক ডা. মো. মনেবুর রহমান জুয়েল বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। একঘণ্টা বেশি সময় পানিতে ডুবে ছিলো, অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তার মৃত্যু হয়েছে।