Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

নলছিটিতে পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নাচনমহল ইউনিয়নের সমাজ সেবক আল আমিন ঢালীর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৬ জন পিএসসি ছাত্রছাত্রীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে প্রবাসী আল আমিন ঢালীর পক্ষে শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরণের সার্বিক তত্ত¡াবধায়ন করেন জেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সমাজসেবক আল আমিন ঢালী মুঠোফোনে জানান, কোমলমতি শিক্ষার্থীদের পিএসসি পরীক্ষায় অংশগ্রহনে আগ্রহ বাড়াতে ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় এমন সহযোগিতার উদ্যোগ চলমান থাকবে বলেও তিনি জানান।