Latest News
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ।। ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পৌর মেয়রের উদ্যোগে শহরে জীবানুনাশক স্প্রে

নলছিটিতে পৌর মেয়রের উদ্যোগে শহরে জীবানুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জীবানুনাশক স্প্রে করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সাকল থেকে শহরের রাস্তাঘাটে ট্রাকে করে জীবানুনাশক স্প্রে করা হয়। করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে প্রতিদিন এ কার্যক্রম চালানো হবে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি পৌর মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। এ সময় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী বলেন, শহরকে জীবানুমুক্ত করার জন্য স্প্রে করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য পৌর কর্তৃপক্ষ নানা ধরণের উদ্যোগ নিয়েছে। তিনি বুধবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। খাবার, ওষুধ, নিত্য প্রয়োজনীয়দ্রব্য ও কাঁজামালের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …