Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পৌর মেয়র প্রার্থী এসকেন্দার আলী খানের গণসংযোগ

নলছিটিতে পৌর মেয়র প্রার্থী এসকেন্দার আলী খানের গণসংযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. এসকেন্দার আলী খান গণসংযোগ শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শহরে গণসংযোগ করেন। ডা. এসকেন্দার আলী খান নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি কিচিৎসাসেবার মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের সহযোগিতা করে আসছেন। এর পূর্বে তিনি নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। গণসংযোগকালে তিনি শহরের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহরের জিএম কমপ্লেকের ভেতরে সভায় বক্তব্য দেন। ডা. এসকেন্দার আলী খান বলেন, আমি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গণসংযোগ বিশাল মিছিলে পরিণত হয়েছে, কারণ জনগণ আমাকে মেয়র দেখতে চায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমু ভাই যদি আমাকে মনোনয়ন দেন অবশ্যই নৌকার বিজয় হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেয় বিজয়ী হলে নলছিটি পৌরসভার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …