Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নলছিটিতে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মিলন কান্তি দাস :
তৃতীয় ধাপে অনুষ্ঠেয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক । বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালমা পারভিন ও নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার। পরে প্রিসাইডিং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, আপনার নিশ্চিন্ত আপনাদের দায়িত্ব পালন করেন, প্রশাসন সঙ্গে আছে। নির্বাচন চলাকালীন সময়ে কেউ ফোন না ধরলেও আমি ধরবো। কেন্দ্রে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব করতে হবে।