Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : আহত ১০

নলছিটিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : আহত ১০

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আজ শুক্রবার দুপুরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দোয়েল সুপার ডিলাক্স নামে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস কাঠের ঘর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস মুখোমুখি হয়ে পড়ে। এসময় দোয়েল সুপার ডিলাক্স বাসটি পাশ কাটাতে গেলে একটি পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি সড়ক থেকে পাশের খাদে পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় পিকআপ গাড়িটি ছিটকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা বাকেরগঞ্জ ও পটুয়াখালীর বাসিন্দা।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন শেখ বলেন, যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।