Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান জোমাদ্দার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাটিভাঙা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। মিজান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের আবদুল কাদের জোমাদ্দারের ছেলে। সে মাটিভাঙা আবাসনে বসবাস করতো।
স্থানীয়রা জানায়, দুপুরে আবাসনে ঘরের পেছনে একটি গাছের ডাল কাটতে ওঠেন মিজান। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, গাছের পাশেই বিদ্যুতের তার ছিল। ডাল কাটার সময় মিজান তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। মৃতদেহটি গাছ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নামিয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …