Latest News
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ।। ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেনের গণসংযোগ ও শো ডাউন

নলছিটিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেনের গণসংযোগ ও শো ডাউন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন আজ রবিবার দিনভর গণসংযোগ করেছেন। সকাল ১০টায় তিনি দপদপিয়া জিরোপয়েন্ট থেকে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটারদের জড়িয়ে ধরে তাঁকে ভাইস চেয়ারম্যান পদে ভোট দেওয়ার অনুরোধ করেন। তাকে কাছে পেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেন ভোটাররা। গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন বলেন, তিনি নির্বাচিত হলে নলছিটি উপজেলাকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।