Latest News
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ।। ১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে যুবকের লাশ উদ্ধার

নলছিটিতে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফিরোজ আলম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়ির পাশে একটি বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ আলম ওই গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আলম শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে রাগ হয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তিনি আর বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখোঁজির পর বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে ফিরোজ আলম আত্নহত্যা করতে পারে। তাঁর মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছেকিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …