স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। নলছিটি পৌরসভা মিলনায়তনে এ মেলা চলবে। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় শিশু মেলার আয়োজন করে জেলা তথ্য অফিস।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পৌরসভার সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) মাছুমা আক্তার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির। মেলায় পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …