Latest News
শনিবার, ১৪ জুন ২০২৫ ।। ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে সিমেন্ট ভর্তি ট্রলি উল্টে চালক নিহত

নলছিটিতে সিমেন্ট ভর্তি ট্রলি উল্টে চালক নিহত

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে সিমেন্ট ভর্তি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে নলছিটি-মোল্লারহাট সড়কের শেরেবাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক আলিম হাওলাদার (২২) রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মকবুল হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে একটি ট্রলিতে করে ১২০ বস্তা সিমেন্ট নিয়ে চালক আলিম হাওলাদার নলছিটির মোল্লারহাট যাচ্ছিল। শেরেবাংলা বাজার এলাকায় গেলে ট্রলির সামনের চাঁকা খুলে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলি চালক আলিম নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার। রাতেই নিহতের স্বজনরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।