Latest News
বুধবার, ১৯ জুন ২০২৪ ।। ৫ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার গোদÐা গ্রামে ডাইসু গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়। নিহত ভাবনা গোদÐা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গোদÐা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা। পথে পেছন থেকে একটি ডাইসু গড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
নলছিটি থানার উপপরিদর্শক মো. মফিজুর রহমান বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ডাইসু গাড়িটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠিতে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। …