Latest News
বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে হামলার শিকার দেলোয়ার হোসেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আটক ১

নলছিটিতে হামলার শিকার দেলোয়ার হোসেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আটক ১

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে স্ত্রীকে অপমানের প্রতিবাদ করায় স্বামী দেলোয়ার হোসেনকে (৫০) কুপিয়ে আহত করেছে প্রতিবেশী এক পরিবার। আহত দেলোয়ার হোসেন বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন আছেন। গত ২৫ মার্চ বুধবার দুপুরে নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের চাঁদপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহতর পরিবার জানায়, দেলোয়ারের স্ত্রী নাছিমা বেগম (৪০) গাছ থেকে পড়া শুকনো পাতা কুড়িয়ে বাড়ির পাশে রাখে। তা দেখে জমিনিয়ে বিরোধ থাকা পাশের বাড়ির শহিদ খান (৪৫) পাতাগুলো আগুনে পুড়িয়ে দেয়। এ ব্যাপারে জানতে গেলে নাছিমাকে গালিগালাজ ও অপমান করে তারা। পরবর্তীতে নাছিমার স্বামী দেলোয়ার বাড়ি এসে পাতাপুড়িয়ে দেওয়া ও স্ত্রীকে অপমানের বিষটি জানতে চাইলে, তাকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয় পাশের বাড়ির মৃত মো. কাছেম খানের ছেলে মো. শহিদ খান। কিছুক্ষণ পরেই দুপুর ৩ টার দিকে শহিদ, তার স্ত্রী শারমিন বেগম এবং তাদের দুই ছেলে রিয়ান ও রিমন লাঠিসোটা নিয়ে দেলোয়ারের ঘরে এসে এলোপাথারী আঘাত করে। এতে দেলোয়ার ও তার স্ত্রী নাছিমা আহত হয়। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে দেলোয়ারকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। গতকাল ২৬ মার্চ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আহত দেলোয়ার হোসেনের গত ৩ দিন ধরে জ্ঞান না ফেরায় সেখানকার চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষন (আইসিইউ) ইউনিটে রেখেছেন। এদিকে এই ঘটনায় নলছিটি থানায় অভিযোগ দেওয়া হলে শুক্রবার শহিদকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তবে শহিদের স্ত্রী ও দুই ছেলে পলাতক রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে আবারো আওয়ামী লীগকে ভোট …