Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ২০০ দরিদ্র পরিবারের জন্য আশার খাদ্য সহায়তা

নলছিটিতে ২০০ দরিদ্র পরিবারের জন্য আশার খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের জন্য এ সহায়তা দেওয়া হয়। সোমবার সকালে এসব খাদ্যসামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের কাছে তুলে দেন আশার কর্মকর্তারা।
খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ কেজি সয়াবিন তেল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় আশার আঞ্চলিক ব্যবস্থাপক নাসির উদ্দিন ও নলছিটি শাখা ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
আশার আঞ্চলিক ব্যাবস্থাপক নাসির উদ্দিন জানান , সারাদেশে আশার নিজস্ব অর্থায়নে দেড়লাখ দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনার সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে সারাদেশে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দুইশ পরিবারের খাদ্য সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …