Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সালাহউদ্দিন শাহীনকে উপজেলা যুবদলের আহ্বায়ক ও পলাশ সজ্জনকে সদস্যসচিব করা হয়। এদিকে রুস্তুম শরীফকে পৌর যুবদলের আহ্বায়ক ও সালাউদ্দিন রাজকে সদস্যসচিব করা হয়। জেলা যুবদলের আহ্বায়কশামীম তালুকদার ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান এ কমিটির অনুমোদন দেন। শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি কামরুজ্জামান দুলাল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি দুটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
উপজেলা যুবদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম লাভলুকে। যুগ্ম আহ্বায়করা হলেন মো. জিয়াউল কবির মিঠু, মো. নুরুজ্জামান শিমুল, মো. রেজওয়ানুল হক, রফিকুল ইসলাম সুমন ও জিয়া উদ্দিন বাবলু। পৌর যুবদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. বশির তালুকদারকে। যুগ্ম আহ্বায়করা হলেন মো. মাসুদ খান, সোহাগ মুন্সি, সোহাগ সিকদার, সাইফুল ইসলাম রাজিব, রাসেল হাওলাদার ও বায়েজিদ জোমাদ্দার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …