Latest News
শুক্রবার, ৯ জুন ২০২৩ ।। ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি থানায় ওপেন হাউজ ডে

নলছিটি থানায় ওপেন হাউজ ডে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নলছিটি থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন, মোর্শেদা বেগম, জেলা পরিষদ সদস্য ওহায়েদ কবির খান, মজিবুর রহমান খন্দকার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। এসময় নলছিটিতে মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধে করণীয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয়।