স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পেলেন রনি তালুকদার । জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নির্দেশে দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। গত ২০২০ সালের ২০ আগস্ট মেহেদী হাসান রনিকে আহ্বায়ক ও সাব্বির হাওলাদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নলছিটি পৌর শাখার কমিটি অনুমোদন করেন ঝালকাঠি জেলা ছাত্রদল। মেহেদী হাসান রনি দীর্ঘদিন রাজনৈতিক কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা এবং বর্তমানে বিদেশে অবস্থান করায় এ সিদ্ধান্ত গ্রহণ করে জেলা ছাত্রদল।
উল্লেখ্য রনি তালুকদার নলছিটি পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। ছাত্রদল নেতা রনি তালুকদার নলছিটি পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল, কৃষক দল, মহিলাদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।