Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন ওয়াহেদ কবির খান (ভিডিও)

নলছিটি পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন ওয়াহেদ কবির খান (ভিডিও)

স্টাফ রিপোর্টার :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে নলছিটি পৌরসভায় মনোনয়ন দেওয়া হয় আবদুল ওয়াহেদ কবির খানকে।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মনোনয়নের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা আবদুল ওয়াহেদ কবির খানকে নিয়ে মিছিল বের করেন। শহরের পুরনো পোস্ট অফিস সড়ক দিয়ে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নলছিটি শহর। পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে পরিচিত আবদুল ওয়াহেদ কবির খানকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় মিছিল থেকে। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান ইতোপূর্বে নলছিটি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে নিরলসভাবে দলের কাজ করে যাচ্ছেন। নির্লোভ ও নিরহংকার মানুষ হিসেবে পৌরবাসীর মনে আস্থা করে নিয়েছেন প্রবীন এ রাজনীতিবীদ। তাকে মনোনয়ন দেওয়ায় খুশি আওয়ামী লীগ নেতাকর্মীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …