Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নলছিটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভা মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে দুই গ্রুপে ৫ জন করে ১০ জন প্রতিযোগী অংশ নেয়। ‘ক’ গ্রুপে হাফেজ আতিকুর রহমান চ্যাম্পিয়ন ও হাফেজ মাহমুদুল করীম রানারআপ হয়। ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় মো. আবদুল্লাহ ও রানারআপ হয়েছে আবদুল্লাহ মো. ফয়সাল। চ্যাম্পিয়নকে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র এবং রানারআপকে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অন্যদের ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, হাফেজ মাওলানা ইব্রাহিম ও হাফেজ ওমর আলী। আত-ত্বরীক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. তরিকুল ইসলাম। ব্যবস্থাপনায় ছিলেন মুফতি হানযালা নোমানী। অনুষ্ঠানে স্থানীয় ১১টি মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ২২টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিযোগী অংশ নেয়।