Latest News
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ।। ১৪ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নিখোঁজ ব্যাংক কর্মকর্তা স্বামীকে ফিরে পেতে চান স্ত্রী

নিখোঁজ ব্যাংক কর্মকর্তা স্বামীকে ফিরে পেতে চান স্ত্রী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা স্বামীকে ফিরে পেতে চান স্ত্রী জেসমিন বেগম। গত ৫ মে সকালে পশ্চিম ঝালকাঠির ইছানীল স্কুলের সামনের সড়ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝালকাঠির আঞ্চলিক কৃষি ব্যাংক অফিস থেকে অবসরে যাওয়া কর্মকর্তা মো. আবদুল ওদুদদ মৃধা। তাকে সেখানে দাঁড় করিয়ে রেখে স্কুলের ভেতর কাজ সেরে ফিরে স্বামীকে খুঁজে পাননি জেসমিন বেগম। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে পরের দিন তিনি ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেসমিন বেগম। নিখোঁজের পর স্বামীর আত্নীয়-স্বজন তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে অসত্য তথ্য দিয়ে উল্টো হয়রানি করছে বলে জানান জেসমিন। স্বামী অসুস্থতার কারণে সেচ্ছায় অবসর গ্রহণের পর কোন অর্থ উত্তোলন করেননি, যা পুলিশের তদন্তে প্রমানিত হয়েছে। অথচ স্বামীর আত্নীয়-স্বজনরা বিভিন্ন স্থানে প্রচার করছেন অবসরের এককালীন ২০ লাখ টাকা উত্তোলন করার পর তিনি নিখোঁজ হয়েছেন, যা সম্পূর্ণ অসত্য। সংবাদ সম্মেলনে জেসমিন বলেন, জমি নিয়ে আত্নীয়-স্বজনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল আমার স্বামীর। স্বামীর জমি ভোগ দখল করে আছে তাঁর বড় বোন ও বোনের ছেলে জাকির ও সহিদ ওই জমিতে বিল্ডিং নির্মাণ করেন। আমার স্বামী আমাকে নিয়ে ওই বাড়িতে যেতে পারতো না। তাকে নানা ধরণের হুমকি দিতো স্বজনরা। আমার স্বামী নিখোঁজ রয়েছে, তাঁর সন্ধান চাই। তাকে ফিরে পেতে চাই।