Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নির্বাচন পর্যবেক্ষক হতে ১২০ সংস্থাকে প্রাথমিক মনোনয়ন

নির্বাচন পর্যবেক্ষক হতে ১২০ সংস্থাকে প্রাথমিক মনোনয়ন

ডেস্ক রিপোর্ট : নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ১২০টি সংস্থাকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল সোমবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাগুলোর নাম জানানো হয়।বিজ্ঞপ্তিতে ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান আরজু বলেন, নির্বাচন পর্যবেক্ষক হতে এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানাতে হবে। কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তার উপযুক্ত প্রমাণসহ অভিযোগকারী নাম, ঠিকানা ফোন নাম্বার উল্লেখ করে ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। শুনানি শেষে তা গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। যাচাই-বাছাই, আপত্তি শেষে যোগ্যতা সম্পন্ন সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে বলেও ওই গণবিজ্ঞপিতে জানানো হয়েছে।এর আগে নিবন্ধনের জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি। নির্দিষ্ট সময়ে প্রায় ২ শতাধিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষকের জন্য নিবন্ধনের আবেদন করে।আসাদুজ্জামান আরো জানান, এবার নাম সর্বস্ব কোনো পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে না। এজন্য নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। এ নীতিমালা অনুসারে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে যে সংস্থাগুলো কাজ করে আসছে এবং পাশাপাশি যাদের নিবন্ধিত গঠনতন্ত্রের মধ্যে এসব বিষয়সহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধকরণের অঙ্গীকার রয়েছে, শুধু সেসব বেসরকারি সংস্থাই নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হওয়ায় অগ্রাধিকার পাবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করার সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী ব্যক্তির সংস্থাকেও এবারে নিবন্ধন দেওয়া হবে না।

(সূত্র এনটিভি অনলাইন)