Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পানি খাতে শুদ্ধাচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

পানি খাতে শুদ্ধাচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মো. শাহীন আলম :
কার্যকর জলবায়ু অভিযোজনে পানি খাতে শুদ্ধাচারের দাবি জানিয়েছেন টিআইবির ঝালকাঠির সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিসমোড়ে মানববন্ধনে সনাকের নেতৃবৃন্দ এ দাবি জানান। মানববন্ধনে সনাক ও ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মো. লাল মিয়া, জলবায়ু অর্থায়নে সুশাসন উপ কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, টিআইবির ঝালকাঠির সহকারী ব্যবস্থাপক কমলেন্দ গুহ, ইয়েস সদস্য তাইয়েবা আক্তার, তানভীর ফয়সাল ও পার্থ হাওলাদার। বক্তারা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে ঋণ নয়, অনুদান দেওয়ার দাবি জানান। এছাড়াও পানি খাতে শুদ্ধাচার, সুশাসন ও পানির ন্যায্য হিস্যার দাবি জানানো হয় মানববন্ধনে। ‘পানির জন্য প্রকৃতি’ এ স্লোগান নিয়ে শহরে পরে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি (সনাক) মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে।