Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পুরো রমজান মাসের বাজার দিয়ে আইনজীবী রিজভী প্রশংসিত

পুরো রমজান মাসের বাজার দিয়ে আইনজীবী রিজভী প্রশংসিত

স্টাফ রিপোর্টার :
বাজারে গিয়ে কেনাকাটায় ব্যস্ত একদল যুবক। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কিনছেন ১৬ ধরণের পণ্য। এর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি ছোলা, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, মুড়ি ২ কেজি, চিড়া ২ কেজি, লবন ২ কেজি, চিনি ৩ কেজি, ডিম ২ ডজন, লাউ, মিষ্টি কুমাড়, মুরগী ও মাছ। কেউ আবার এসব খাদ্যসামগ্রী বস্তার ভেতরে রাখছেন। রোজার পুরো এক মাসের বাজার রয়েছে ওই বস্তায়। কেউ আবার ভ্যানগাড়িতে করে নিয়ে খাদ্যসামগ্রীগুলো নিয়ে যাচ্ছেন মধ্যবিত্ত মানুষের বাড়িতে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত শতাধিক পরিবারকে পুরো রমজান মাসের এ খাদ্যসামগ্রী উপহার দিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম রুহুল আমীন রিজভী। বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয় থেকে মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। সবচেয়ে বেশি খাদ্যসামগ্রী দেওয়ার তালিকায় প্রথম স্থানে রয়েছে রিজভীর দেওয়া উপহার। প্রথম দফায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়। পরবর্তীতে তালিকা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট রিজভী।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী বলেন, লকডাউনে থাকার কারণে আমি ঢাকায় আটকে আছি। কিন্তুু আমার মন ঝালকাঠিতে পড়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা আমির হোসেন আমু এমপির নির্দেশে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া মধ্যবিত্ত পরিবারকে আমরা পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী দিচ্ছি। এই সময়ে মধ বিত্ত পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। তারা নিন্মবিত্তদের মত রাস্তায় দাড়িয়ে ত্রাণ নিতে পারছে না।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …