Latest News
সোমবার, ৫ জুন ২০২৩ ।। ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / পুলিশি বেষ্টনির মধ্যে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পুলিশি বেষ্টনির মধ্যে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি সামনে এগোলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রাখে। পরে পুলিশি বেষ্টনির মধ্যেই সমাবেশ করে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম। এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের নানা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।