Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পোনাবালিয়া ইউপি নির্বাচন: নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পৌর মেয়রের প্রচারণা

পোনাবালিয়া ইউপি নির্বাচন: নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পৌর মেয়রের প্রচারণা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। দুই দিন ধরে তিনি পোনাবালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. আবুল বাশার খানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় পৌর মেয়র দেশব্যাপী বর্তমান শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরেন।
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের রূপকার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠিতে ব্যপক উন্নয়ন করে যাচ্ছে। আগামীতে তিনি ঝালকাঠিকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাইছেন। তাই শিল্পমন্ত্রীর আস্থাভাজন নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। পৌর মেয়র পোনাবালিয়া বাজার, দিয়াকুল, দেউরি, মির্জাপুর, চাঁনপুরা, মহদিপুর, নয় রাস্তা, নুরুল্লাপুর, টেকেরহাট, গুচ্ছগ্রাম ও রাজাপুর গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।