Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / প্রতারনার মামলায় নলছিটির দুইজন খুলনা কারাগারে

প্রতারনার মামলায় নলছিটির দুইজন খুলনা কারাগারে

স্টাফ রিপোর্টার :
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় নলছিটির নাচনমহল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান বাবুল মোল্লাসহ দুইজন এখন খুলনা কারাগারে। এর মধ্যে বাবুল মোল্লা ১৬ জুলাই খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাবুল মোল্লা নলছিটি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। এর আগে গত ৫ জুলাই একই মামলায় খুলনা আদালতের গ্রেফতারী পরওয়ানা বলে নলছিটি থানা পুলিশ ভবানীপুর গ্রাম থেকে মো. ইদ্রিস আলী খানকে গ্রেফতার করে। ইদ্রিস আলী একই এলাকার মৃত আয়নালী খানের ছেলে। মামলার বিবরনে জানা যায় বাবুল মোল্লা ও ইদ্রিস আলী খান খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটা গ্রামের মো. শাহ আলমের কাছে ভবানীপুর মৌজার ৬৬ শততাংশ জমি বিক্রয়ের কথা বলে গত ২ ফ্রেব্রয়ারি লিখিত চুক্তি করে নগদ তিন লাখ টাকা গ্রহণ করে। জমির মূল্যের বাকি দেড় লাখ টাকা নিয়া ২০ এপ্রিল ২০১৯ মধ্যে মামলার বাদী শাহ আলমের নামে জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বাদী শাহ-আলম আসামীদের সাথে যোগাযোগ করলে তারা জমি রেজিস্ট্রি করে দিতে এবং টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে। পরে শাহ-আলম বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় বাবুল মোল্লা ও ইদ্রিস আলী খানের বিরুদ্ধে সিআর ৪৬৩/১৯ মামলা দায়ের করেন। আদালতের বিচারক দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করে।