Latest News
সোমবার, ৪ মার্চ ২০২৪ ।। ২০শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বানিজ্য করতে দেয়া হবে না: কাঁঠালিয়ায় সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বানিজ্য করতে দেয়া হবে না: কাঁঠালিয়ায় সমাজকল্যাণ মন্ত্রী

স্থানীয় প্রতিনিধি :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাধারণ অলিম্পিকে আমরা গোল্ড মেডেল আনতে পারিনি, কিন্তু প্রতিবন্ধীদের অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছি তারা দেশের গৌরব বাড়িয়েছে। সুতরাং প্রতিবন্ধীরা দেশের বোঝা, কিম্বা অভিশাপ নয়। তিনি বলেন সরকার যখন প্রতিবন্ধীদের ওপর বিষেশভাবে গুরুত্ব দিতে শুরু করেছে, তখন বিভিন্ন স্থানে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে। চাকরি দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বানিজ্য করতে দেয়া হবে না। আজ শনিবার দুুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি গ্রামের প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী স্থানীয় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন করেন। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসাইন, সমাজসেবা উপ-পরিচালক মোঃ রুহুল আমীন শেথ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুল আলম প্রমুখ। পরে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।