Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝালকাঠিতে গণটিকা প্রদান

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝালকাঠিতে গণটিকা প্রদান

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলায় ৫৪ হাজার মানুষকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার ৪৪টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়। টিকা নিতে ২৫ বছরের ওপরে রেজিস্ট্রেশনকারীরা জেলার সদর উপজেলা, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভিড় করেছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের টিকা দেওয়া হয়েছে। এছাড়াও যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসছেন, তাদেরকেও গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়। আগামী মাসে প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। জেলায় ৫৪ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …