Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ক্রীড়াঙ্গন আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে : শিল্পমন্ত্রী আমু

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ক্রীড়াঙ্গন আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে : শিল্পমন্ত্রী আমু

শাহীন আলম :
প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ যেমন বিশ্বের বুকে রোল মডেল হয়েছে, তেমনিভাবে ক্রীড়াঙ্গনও আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আমরা চাই মুশফিকের মত খেলোয়ার প্রতিটি জেলায় তৈরি হোক। তাঁরা ভবিষ্যতে দেশের সম্মান কুড়িয়ে আনুক এবং দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সঠিকভাববে উপস্থাপন করুক। দেশের এই মর্যাদা, উন্নয়ন-অগ্রগতি ধরে রাখতে হবে। আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ভাষা সৈনিক রশিদ ফকির স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুন সমাজের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, এ দেশের তরুন সমাজ যেন শরীরচর্চা ও ক্রীড়াঙ্গনে প্রবেশ এবং পাঠাগারে যাতায়াত করে আমরা সেভাবে তাদের গড়ে তুলতে চাই।
মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, আমির হোসেন আমু বলেন, ‘মাদক’ যুবসমাজকে ধ্বং করছে, দেশের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করছে। যারা দেশের উন্নয়ন চায় না, তারা বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসেবীদের ঘৃনা করতে হবে, যারা জড়িত তাদের নাম গোপনে আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে।
শিল্পমন্ত্রী আমু বলেন, ভাষা সৈনিক আবদুর রশিদ ফকির বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। এ ধরণের নিবেদিতপ্রাণদের স্মৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবু মোসাদ্দেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও নবনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম জাকির ও সেচ্ছাসেবী সংগঠন বিকনা যুব সংঘের সভাপতি আতিকুল ইসলাম হৃদয়।
বিকনা যুব সংঘ আয়োজিত ‘ভাষা সৈনিক রশিদ ফকির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউসুফ আলী স্মৃতি সংসদ ৪২ রানে ভাষা সৈনিক একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ১২টি দল টুর্নামেন্টে অংশ নেয়। শিল্পমন্ত্রী আমু পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।