স্টাফ রিপোর্টার :
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করলেন যুবলীগ নেতা মো. ছবির হোসেন। দিনটি উপলক্ষে তিনি শতাধিক শিশুদের রঙিন ছাতা উপহার দেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর পক্ষে তিনি শিশুদের হাতে ছাতা তুলে দেন। রঙিন ছাতা উপহার পেয়ে খুশি শিশুরা। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্তিত ছিলেন।
ঝালকাঠি পৌর যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। এই শিশুরাই একদিন দেশের বিভিন্নস্তরে নেতৃত্ব দিবেন। তাই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়েছে। পাশাপাশি তাদের রঙিন ছাতা উপহার দেওয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …