Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও কটুক্তির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সেচ্ছাসেবক লীগ। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম আই মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম।
মানববন্ধন কর্মসূচিতে মৌলবাদী, জঙ্গি, ধর্মব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …