স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় শহরের কোর্ট রোড থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি সোয়েবুর মোর্শেদ সোহেল। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে জানিয়ে, ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। যতদিন পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধুর নির্মাণ না হচ্ছে, ততদিন নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …