Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরবে ঝালকাঠিতে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরবে ঝালকাঠিতে আনন্দ শোভাযাত্রা

মিজানুর রহমান টিটু :
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্টাটাস থেকে উত্তোরণ উদ্যাপন উপলক্ষে ঝালকাঠিতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক শোভাযাত্রার নেতৃত্ব দেন। এছাড়া উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি টেকটিক্যাল স্বুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।