Latest News
রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দর সঙ্গে ঝালকাঠির সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দর সঙ্গে ঝালকাঠির সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব শাবান মাহমুদ। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, নির্বাহী সদস্য খাইরুজ্জামান কামাল, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার জলিল ও বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের (বিএসপি) মহাসচিব জাহাঙ্গীর হোসেন মনজু। মতবিনিময় সভা পরিচালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার। অনুষ্ঠানে ঝাকাঠি প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।