Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : আমির হোসেন আমু

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সকল ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোনো অশুভ শক্তি কখনো যেনো আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চির ধরাতে না পারে সেলক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবেলায় পূজার দর্শনার্থীসহ সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …